২৯ মার্চ, ২০২১ ০০:০৪
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হান্নান।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের প্রধান মোস্তফা কামাল। শুক্রবার রাত থেকে হান্নান লাইফ সাপোর্টে ছিলেন বলে জানান তিনি।
হাসপাতালের অধ্যক্ষ নওশাদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয় এবং অসুস্থ হয়ে পড়েন। ওই দিন রাতেই তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করে আইসিইউতে নেওয়া হয়।
আপনার মন্তব্য