সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০২১ ১৬:৫১

দেশে ৭৭ জনের মৃত্যুর দিন শনাক্ত ৫ হাজার ৩৪৩

করোনাভাইরাস

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড একদিনে ৭৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৯ হাজার ৬৬১ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৩৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন।

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৩৭ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত করোনায় যে ৭৭ জনের মৃত‌্যু হয়েছে, তাদের মধ‌্যে পুরুষ ৫৩ ও নারী ২৪ জন। মৃতদের মধ‌্যে ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২২ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ৪৪ জন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে ভাইরাসটির প্রাদুর্ভাবের কথা ঘোষণা করে।

পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের ৪ জানুয়ারি থেকেই দেশের বিমানবন্দরসহ সব স্থল ও নৌবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং শুরু করে। ওই বছরের ৪ মার্চ সমন্বিত করোনা কন্ট্রোল রুম চালু করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত