আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল, ২০২১ ১২:১৪

ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত শনাক্তে রেকর্ড।

আর আগে ভারতে একদিনে সর্বোচ্চ ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় যত করোনা রোগী শনাক্ত হয়েছেন, তা বিশ্ব রেকর্ডও। বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত একদিনে এত রোগী শনাক্ত হয়নি। খবর এনডিটিভির

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুতেও নতুন রেকর্ড হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে একদিনে সর্বোচ্চ ২ হাজার ২৬৩ জন করোনায় মারা গেছেন। আগের দিন দেশটিতে রেকর্ডসংখ্যক ২ হাজার ১০৪ জন করোনায় মারা যান।

ভারত সরকারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৯২০ জন।

বিশ্বে করোনায় আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সংক্রমণের দিক দিয়ে সম্প্রতি ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত।

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজধানী নয়াদিল্লির সংক্রমণ পরিস্থিতিরও অবনতি হয়েছে।

এমন পরিস্থিতিতে ভারতের বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউসহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত