নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২১ ২২:০৫

বছরের শেষ দিন করোনায় মৃত্যু ২ জনের, শনাক্ত ৫১২

বছরের শেষ দিন স্বাস্থ্য অধিদপ্তর করোনাক্রান্ত ২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ৫১২ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষায় ৫১২ জনের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৫০৯। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে।

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৭৪। বৃহস্পতিবার ছিল ২.২৫।

এই সময়ে সুস্থ হয়েছে ২৯০ জন। এনিয়ে মোট সুস্থের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২ জন মারা গেছেন সরকারি হাসপাতালে। এরমধ্যে ঢাকা বিভাগে একজন এবং অন্যজন খুলনা বিভাগে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় সরকারি প্রতিষ্ঠানটি।

আপনার মন্তব্য

আলোচিত