২৫ মে, ২০২০ ১২:৪৩
ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শুভেচ্ছা বার্তায়, করোনাভাইরাস সংকটের কারণে ঈদেও সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানান মুশফিক।
বিজ্ঞাপন
সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিক লিখেছেন- “সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সঙ্গে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।”
“বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভালো সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।”
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও। করোনা মহামারির কারণে এবারের ঈদ উদযাপন ‘আইসোলেশনে’ হওয়া উচিত বলে মনে করেন তারকা এই অলরাউন্ডার।
“করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।”
আপনার মন্তব্য