শাহআলম সজীব

০৯ জুলাই, ২০২০ ১২:২৯

অস্বীকারের সংস্কৃতি আওয়ামী লীগের সঙ্গে যায়না

জিকে শামীম ধরা পড়ার পর যাদের সাথে তার উঠাবসা ছিল তারাই পল্টি দিয়ে বললো তারা তাকে চিনেও না। এখন সাহেদ ধরা পড়ার পর অনেকেই অস্বীকার করছেন।

মাত্র ৫/৬ বছরে সাহেদ নামের লোকটা তরতর করে কত উপরে উঠে গেছে। এখন অস্বীকার করা হচ্ছে সে আন্তর্জাতিক উপকমিটির সদস্য নয়। অথচ লোকটা এই পরিচয় মেলাদিন থেকে ব্যবহার করছে। অন্যদিকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদের সাথে তার কত সব ছবি। একসাথে মিটিংয়েরও ছবি আছে।

এই অস্বীকার করার সংস্কৃতি আওয়ামী লীগের সঙ্গে যায়না।

এটা একটা অদ্ভুত ব্যাপার। একটা দলের সবাই কি খারাপ হয়? কিংবা সবাই ভালো? খারাপ যে তাকে খারাপ বলতে দোষ কোথায়? নেতারা এটা অনুধাবন করুক।

পাশাপাশি বিগত সময়গুলোতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোতে কারা কারা ঢুকেছে কেন্দ্র থেকে জেলা উপজেলায় তা খতিয়ে দেখা হোক।

আপনার মন্তব্য

আলোচিত