ডা. আতিকুজ্জামান ফিলিপ

১৬ এপ্রিল, ২০২১ ০০:২৬

এই একটা কারণে পাকিস্তানকে সমর্থন করাই যায়!

পাকিস্তানকে সমর্থন করার এই প্রথম একটা কারণ খুঁজে পেলাম! পাকিস্তানের উগ্র ডানপন্থী ধর্মাশ্রয়ী দল 'তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) প্রধানকে গ্রেপ্তার করেছে সেদেশের সরকার। সরকার শুধু এই ধর্মান্ধ গোষ্ঠীর প্রধানকে গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি বরং এই গোষ্ঠীকে নির্মূল করার জন্য এই রাজনৈতিক সংগঠনটিকেই চিরতরে নিষিদ্ধ করার তোড়জোর চালাচ্ছে।

বর্তমান সময়ে বিভিন্ন ধর্মীয় ইস্যুকে সামনে এনে হেফাজত ও জামায়াত-শিবিরের ধর্মান্ধ ভণ্ডরা যেভাবে জ্বালাও পোড়াও ও ভাঙচুর করে আমাদের দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিলো একইভাবে এই 'তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)'ও পাকিস্তানে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। তাদের এই নৈরাজ্যে একরকম বাধ্য হয়েই পাকিস্তান সরকার তাদের প্রধানকে গ্রেপ্তার করেছে এবং তাদের সংগঠনকে নিষিদ্ধ করার রাষ্ট্রীয় আয়োজন অব্যাহত রেখেছে।

শুধু এই একটি কারণের জন্য পাকিস্তানকে সাময়িক সমর্থন দেওয়া যেতেই পারে, দিলামও।

আপনার মন্তব্য

আলোচিত