সোশ্যাল মিডিয়া ডেস্ক

২২ মে, ২০১৬ ০১:৫৬

‘পেশি শক্তির ভয়ে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে বলেছে রিফাত’

ক্ষমতা, অর্থ আর পেশি শক্তির সামনে দরিদ্র পরিবারের সন্তান নারায়ণগঞ্জের আলোচিত স্কুল ছাত্র রিফাতের কথা পাল্টানো ছাড়া কোন উপায় ছিল না বলে মত দিয়েছেন অনলাইন এক্টিভিস্ট আজম খান। ধর্ম অবমাননার অভিযোগ তোলে সাংসদ সেলিম ওসমান কর্তৃক শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায়  বিরুদ্ধে প্রথম দিন ছাত্র রিফাত একাধিক গণমাধ্যমে বলেছিল, "স্যার ধর্ম নিয়ে কিছু বলেন নি"। তবে ঘটনার ৪ দিনের মাথায় হেফাজতে ইসলামীর সমাবেশে হাজির হয়ে সে শিক্ষকের বিরুদ্ধে বক্তব্য দেয়।

এই বিষয়ে আজম খান লিখেন: 

রিফাত নামে ক্লাস টেন পড়ুয়া ছেলেটার জন্য মায়া হইতেছে। ক্ষমতা আর পেশি শক্তির সামনে বেঁচে থাকার জন্য মিথ্যে না বলে হয়তো তার উপায় ছিল না। এই ১৫ বছরের কিশোরটি বড় হবে নিজের শিক্ষকের নামে মিথ্যে বলার অপরাধবোধ নিয়ে, মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে। একটা কিশোরের মনোজগৎ জীবনের শুরুতে অন্ধকার দিয়ে ঢেকে দেয়ার দায় দায়িত্ব ইসলামের হেফাজতকারীরা কখনো নিবে না। তারা তো আসলে সারা দেশটাকেই এভাবে অন্ধকারে ঢেকে দিতে চায়। রিফাত একটা উদাহরণ মাত্র।


আপনার মন্তব্য

আলোচিত