সোশ্যাল মিডিয়া ডেস্ক

২৬ মে, ২০১৬ ১২:৫৩

তুরস্কে ‘নিজামী রোড’ এর জবাবে ঢাকায় হোক ‘ফ্রী কুর্দিস্তান রোড’

যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা তুরস্ক এবার বাংলাদেশ দূতাবাসের সামনের রাস্তার নাম দিয়েছে- 'নিজামী রোড'। তুরস্কের ক্ষমতাসীন দলের সাথে জামায়াতে ইসলামির সম্পর্কের সূত্র ধরে পাকিস্তানের সাথে গলা মিলিয়ে তুরস্কও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেছে যাদের বিরুদ্ধে কুর্দিস্তানে গণহত্যার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠক শামস রাশীদ জয় বলেছেন - এর সমুচিত জবাব হিসেবে ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের রাস্তাকে নামকরণ করে কুর্দিস্তানে ওদের গণহত্যাকে মনে করিয়ে দেয়া হোক।

জয় লিখেন:

তুরস্কে বাংলাদেশ দূতাবাসের সামনের রাস্তাটির নাম পাল্টে রাখা হয়েছে 'নিজামী রোড'। এটার একটা ঠাণ্ডা ও কড়া জবাব দেয়া দরকার। যেমন- ঢাকায় তুরস্ক দূতাবাসের সামনের রাস্তাটির নাম 'ফ্রী কুর্দিস্তান রোড', পাকিস্তান দূতাবাসের সামনের রাস্তাটির নাম ৭১ নম্বর রোড থেকে পাল্টে 'জেনোসাইড রোড', আমেরিকান দূতাবাসের সামনের রাস্তাটির নাম মাদানী অ্যাভেন্যু থেকে পাল্টে 'ফ্রী প্যালেস্টাইন অ্যাভেন্যু', ইত্যাদি রাখা যেতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত