সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৪ জুন, ২০১৬ ১৫:৩৬

মোহাম্মদ আলীকে ঘিরে আমার স্মৃতি

কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী মারা গেছেন শুক্রবার। তাকে নিয়ে নিজের স্মৃতির কথা ফেসবুকে লিখেছেন পরিবেশ কর্মী ও অনলাইন এক্টিভিস্ট হাসান মোরশেদ। মোহাম্মদ আলীকে দেশে আনা, তাঁর ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গেও লিখেছেন তিনি।

হাসান মোরশেদ ফেসবুকে লিখেন-

মোহাম্মদ আলীকে ঘিরে আমার স্মৃতি আছে।
মনে পড়ছে, আমার প্রথম টেলিভিশন দেখার স্মৃতি আসলে তাকে ঘিরেই। বাড়ি থেকে বেশ দূরে ইউনিয়ন অফিসের মিলনায়তনে লোহার বাক্সের ভেতর সাদা কালো টেলিভিশন। তখন কি রোববার ছুটি ছিলো?

স্কুলে ভর্তি হয়েছি কি হইনি, মনে পড়ছে না। তবে বাড়ি থেকে দৌড়ে গিয়ে টেলিভিশনে বক্সিং দেখার ঝাপসা স্মৃতি উঁকি দিচ্ছে- মোহাম্মদ আলী!
সময়টা তখন ১৯৭৯ নাকি ১৯৮০?

জিয়াউর রহমান তখনো হিরো। চোখে কালো চশমা, জিন্স গেঞ্জি পড়ে খাল কেটে চলছেন- কনভার্টেড মুসলিম মোহাম্মদ আলীকে বাংলাদেশে নিয়ে আসা ছিলো তার ক্যারেশমেটিক প্রজেক্টগুলোর একটি, সদ্য জাগ্রত ইসলামী জোশে আরেকটু হাওয়া দেয়া।

ক'দিন আগে অন্য একটা ভাবনায় মোহাম্মদ আলী এসেছিলেন। '৫০/ '৬০ এর দশকে মার্কিন রাষ্ট্রের অনেক ভাববাদী তরুণ/তরুনী তাদের ভোগবাদী সমাজের প্রতি বিতৃষ্ণায় বৈষ্ণব দর্শনে মজেছিলেন- তাদের অনেকেই 'হরে কৃষ্ণ' র ভক্ত হয়েছিলেন। ইন্টারেস্টিংলি এদের সবাই ছিলেন সাদা চামড়ার। অপরদিকে রাগী কিছু যুবক প্রতিবাদী হয়ে ধর্মান্তরিত হয়েছিলেন ইসলামে। এরা আবার কালো চামড়ার। যেমন মোহাম্মদ আলী।

আপনার মন্তব্য

আলোচিত