সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৫ জুন, ২০১৬ ২২:৩৭

এবার আত্মহত্যা ঠেকাবে ফেসবুক

আত্মহত্যা রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ফেসবুক। AASRA এবং অভিনেত্রী দীপিকা পাডুকোনের 'লিভ লাভ লাফ ফাউন্ডেশনের' সহযোগিতায় গ্রাহকদের জন্য এলো আত্মহত্যারোধক আপডেটেড টুল্‌স।

ভারতে আত্মহত্যার বাড়বাড়ন্ত ঠেকাতে বাজারে এলো নয়া পরিষেবা যা ফেসবুকের ১৬৫ কোটি গ্রাহকের ব্যবহারে লাগবে। মনোবিদদের সহায়তায় এবং আত্মহত্যার প্রচেষ্টায় সামিল অসংখ্য মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই টুল। এর আগে আমেরিকায় ফোরফ্রন্ট, লাইফলাইন এবং সেভ ডট অর্জ ওয়েবসাইটের মাধ্যমে এই পরিষেবা চালু হয়েছিল।

সম্প্রতি এক বিবৃতি দিয়ে ফেসবুক ইন্ডিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাস জানিয়েছেন, 'ভারতে ফেসবুক ব্যবহারকারী ১৪.৮ কোটি মানুষের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের বিষয়ে আমরা সদা তত্‍পর। এই প্রযুক্তি কাজে লাগিয়ে তাঁরা ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে অবসাদগ্রস্ত ঘনিষ্ঠজনকে সাহায্য করতে পারেন।'

লিভ লাভ লাফ ফাউন্ডেশনের চেয়ারপার্সন-ট্রাস্টিজ আন্না চ্যান্ডির মতে, 'ফেসবুকের এই প্রযুক্তি আত্মহত্যাপ্রবণ মানুষকে নিরস্ত করতে এবং তাঁদের বন্ধু ও আত্মীয়দের তাঁদের মানসিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে সাহায্য করবে।'

জানা গিয়েছে, এই টুল্‌সের সাহায্যে ফেসবুকে কারও কোনও পোস্ট থেকে যদি তাঁর সম্পর্কে এমন ধারণা হয় যে তিনি আত্মহননের কথা চিন্তা করছেন, সে ক্ষেত্রে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করা বা ফেসবুকে বিষয়টি সকলের জ্ঞাতার্থে জানানো যাবে।

কিছুদিন আগে গুরগাঁওয়ের বাসিন্দা বছর বত্রিশের এক ব্যক্তি ফেসবুকে আত্মহত্যার প্রস্তুতি সম্পর্কিত কয়েকটি ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তাঁর আত্মীয়-বন্ধুরা সচেতন হন এবং পুলিশ দ্রুত পদক্ষেপ করে তাঁর আত্মহত্যা রুখে দেয়।

লিভ লাভ লাফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অভিনেত্রী দীপিকা পাডুকোনের মতে, আত্মহত্যার তালিকায় বিশ্বে ভারতের স্থান ওপরের দিকে। তিনি জানিয়েছেন, 'ফেসবুকের সঙ্গে যৌথ উদ্যোগে আত্মহত্যা রোধকারী পদক্ষেপে সামিল হতে পেরে আমরা খুশি। অবসাদগ্রস্ত নবীনদের কাছে পৌঁছে তাঁদের সাহায্য করার উদ্যোগ প্রশংসনীয়।'

আপনার মন্তব্য

আলোচিত