সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৫ জুলাই, ২০১৬ ২২:১১

‘জঙ্গি হামলা ইউরোপে বর্ণবিদ্বেষ বাড়াচ্ছে’

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরের কাছাকাছি সমুদ্র সৈকতে একটি উৎসবে জড়ো হওয়া জনতার ওপর গুলি করতে করতে দ্রুত গতিতে ট্রাক চালিয়ে দিয়ে দেয়ার ঘটনায় অন্তত ৮৪ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে ইউরোপের উদারবাদী দলগুলো বিপাকে পড়ছে এবং ক্রমে জনসমর্থন হারাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্লগার ও অনলাইন এক্টিভিট আজম খান।

শুক্রবার (১৫ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে এই উগ্রবাদী দলগুলো অভিবাসন বিরোধী বর্ণবাদী আর ছুপা খ্রিস্টান ছাগুতে ভরা বলে মন্তব্য তাঁর।

আজম খান লিখেন,

জঙ্গি হামলা যত বেশি হচ্ছে ইউরোপের উদারবাদি রাজনৈতিক দলগুলো তত বিপাকে পড়ছে, জনসমর্থন হারাচ্ছে।

ডানপন্থী দলগুলো শক্তিশালী হচ্ছে। এই দলগুলো অভিবাসন বিরোধী বর্ণবাদী আর ছুপা খ্রিস্টান ছাগুতে ভরা।

অনেকদিন ধরে এরা সুবিধা করে উঠতে পারছে না। মুসলমানদের হঠকারিতার সুযোগে এরা জনসমর্থন পাচ্ছে। ফলত: বর্ণ বিদ্বেষ বাড়াচ্ছে, ভিন্ন ধর্মের প্রতি সহনশীলতা কমিয়ে আনার সুযোগ এরা পাচ্ছে।

আখেরে ক্ষতিগ্রস্ত হবে গরীব দেশগুলোর মানুষ। যাদের অন্তত: ৪০ শতাংশের বেশি মুসলমান।

সহনশীলতা আর উদার ধর্মীয় (কোন অবস্থাতেই কাউকে খুন করা যাবে না, খাটো করা যাবে না) মূল্যবোধকে আঁকড়ে না ধরলে পুরো দুনিয়াই যে উগ্রবাদীদের খপ্পরে পড়তে যাচ্ছে সেইটা চোখের সামনে দেখছি।

 

আপনার মন্তব্য

আলোচিত