সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৫ আগস্ট, ২০১৬ ০১:০৩

রুপমের হৃদয়ে তার দেশ আর শাফিনদের হৃদয়জুড়ে যুদ্ধাপরাধী আর পাকিস্তান প্রীতি!

কলকাতায় সেখানকার ফসিলস ব্যান্ডের প্রতিবাদের মুখে মাইলসের কনসার্ট বাতিল হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক। মাইলসের শাফিন, হামিনদের ভারত বিদ্বেষ, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম ও যুদ্ধাপরাধীদের প্রতি সাফাই গাওয়ার ইতিহাস তোলে এনে অনেকে ফসিলসের অবস্থানের প্রসংশা করছেন। কেউ কেউ আবার মাইলসের মত ফসিলসের রূপম ইসলামকেও বাংলাদেশ বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করছে।

তবে সামগ্রিক দিক থেকে রূপম তার জায়গায় ঠিক আছেন বলে মনে করেন ব্লগার আযম খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আযম লিখেছেন:


রুপম ইসলাম একজন ভারতীয় মুসলমান। হামিন, শাফিন দুইজন বাংলাদেশি মুসলমান। রক্তে অবশ্য তারা সবাই বাঙালি। রুপমরা হিন্দু মুসলমানের গালগপ্প খায় না। তাই দেশের অপমান তারা সহ্য করে না। হামিন শাফিনেরা যুদ্ধাপরাধের বিচারকে প্রহসন বলে। মতিঝিলে হাজার হাজার হেফাজতিকে সরকার খুন করছে বলে প্রচারনা চালায়, দেশের হিন্দুদের মাটিতে পুঁতে ফেলার হুমকি দেয়। ক্রিকেট খেলায় বাংলাদেশী পাকি সাপোর্টারদের নির্লজ্জ্বপনার নিন্দা জানাইলে অশ্লীলতম গালি দেয়।

তাইলে আমরা কি শিখলাম? রুপম ইসলাম মুসলমান হইলেও তার হৃদয় নিজের দেশের কাছে আটকা আছে। হামিন, শাফিনদের হৃদয় বান্ধা ৭১ এর যুদ্ধাপরাধী আর পাকিস্তানের প্রতি।

রুপমের দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা রইলো। আর যাই হোক সে হামিন, শাফিনের মত তার নিজ দেশের সাথে নেমকহারামি করে নাই।

আপনার মন্তব্য

আলোচিত