অনলাইন ডেস্ক

২৭ জুলাই, ২০১৭ ১১:৪৪

‘একজনকে মারাত্মক জখম করতে চাইতাম’

বিশ্বের সেরা গতিতারকা রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত পেসার শোয়েব আখতার। বোলিংয়ে তার গতির রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। ভবিষ্যতেও কেউ পারবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।

সাবেক এই গতিমানব সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার এই বোলিং অস্ত্র দিয়ে বার বার একজন ব্যাটসম্যানকেই নাকি আঘাত করতে চাইতেন শোয়েব।

শোয়েবের করা এমন টুইটে রীতিমতো সোরগোল পড়ে গেছে। তবে শোয়েব কিন্তু সত্যিটা স্বীকার করেছেন রসিকতার ছলেই। কোনো আক্রোশের চিহ্ন সেখানে মেলেনি।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস টুইটে লেখেন, খেলোয়াড়ি জীবনে মোট ১৯ জন ক্রিকেটার আমার বলে আহত হয়ে মাঠ ছেড়েছে। ব্যাটসম্যানদের আঘাত করাটা কখনই আমি উপভোগ করতাম না। তবে একটি ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। একজন ক্রিকেটারকে খুব করেই চাইতাম আঘাত করতে।

এরপরই তার অনুসরণকারীদের কৌতূহল বাড়িয়ে দিয়ে বলেন, অনুমান করুন, সেটা কে।

শোয়েবভক্তরা কতটা সঠিক অনুমান করেছিলেন, তা অবশ্য বলা দায়। তবে শোয়েব নিজেই খানিক বাদে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করে দেন। তিনি সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু হেডেন।

দ্বিতীয় টুইটে শোয়েব লেখেন, আমি মারাত্মক জখম করতে চাইতাম ওকে আর সেটা করেওছিলাম টেস্ট আর প্র্যাকটিস ম্যাচে। এখন অবশ্য আমরা কাছের বন্ধু।

আপনার মন্তব্য

আলোচিত