দেব দুলাল গুহ

০৭ ডিসেম্বর, ২০১৭ ২২:৪৭

সৌদির তুলনায় আমরা এগিয়ে, আমরা পারব

রোবট সোফিয়াকে আনতে কত টাকা খরচ হয়েছে, আমি জানি না, জানতেও চাই না। আমি খুশি হবো সেইদিন, যেদিন টাকা খরচ করে বাইরে থেকে রোবট আনা লাগবে না আমাদের, এমন আধুনিক রোবট তৈরি করবো আমরাই।

রোবট নিয়ে গবেষণার কাজে বাজেট বরাদ্দ চাই আমি। আমাদের মেধা আছে, বুয়েট রুয়েট কুয়েট চুয়েট আছে, ঢাবি সাস্ট আছে। আমরাই যেন রোবট রপ্তানি করতে পারি।

সোফিয়াকে নিয়ে জাপান মাতামাতি করছে না, কারণ এমন সোফিয়া বানানো ওদের কাছে কোনো বিষয় নয়। আমরাও জাপানের মতো প্রযুক্তিতে উন্নত হতে চাই। সেজন্য ধর্মান্ধতা মৌলবাদ থেকে বেরিয়ে এসে একটি বিজ্ঞানমনস্ক আধুনিক মনোভাবসম্পন্ন জাতি যেন আমরা হতে পারি।

সৌদি আরব পেরেছে, আমরা সেই তুলনায় অনেকটা এগিয়ে আছি, তাই আমরাও পারবো।

  • দেব দুলাল গুহ: শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক।

আপনার মন্তব্য

আলোচিত