সিলেটটুডে ডেস্ক

১৪ এপ্রিল, ২০১৮ ২২:৪৬

যেভাবে ফেসবুক ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করবেন

ফেসবুকেরই অ্যাপ মেসেঞ্জার। অনেকের ধারণা ফেসবুক ছাড়া মেসেঞ্জার ব্যবহার করা যাবে না, কিন্তু এ ধারণাটা আংশিক। ফেসবুক ডিঅ্যাকটিভেট অথবা ফেসবুক ছাড়াই ব্যবহার করা যাবে মেসেঞ্জার অ্যাপ।

আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেট করে দেন তবে আপনার মেসেঞ্জার অ্যাপে ঢুকলেই একটা অপশন আসবে ‘নট অন ফেসবুক?’ নামে। ওখানে ক্লিক করলে আপনি স্বতন্ত্রভাবে মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

তখন আগের মতই নির্বিঘ্নে আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের বন্ধুদের সঙ্গে বার্তা আদান প্রদান করতে পারবেন।

আপনার ফোনের কন্টাক্টদের সঙ্গে মেসেঞ্জারে আলাপ করতে চাইলে আপনার মোবাইল নম্বরটি আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে যুক্ত করতে হবে।

মেসেঞ্জার নিয়ে আরও একটি চমৎকার ব্যাপার আছে। সেটা হলো, আপনার ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও আপনি মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। এজন্য আপনার ফোনে মেসেঞ্জার অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপর ফেসবুক অ্যাকাউন্টের বদলে মেসেঞ্জারকে আপনার জানাতে হবে নিজের ফোন নম্বরটি। সঙ্গে নিজের নাম এবং ছবি জুড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে যাবে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট।

তবে ফেসবুক অ্যাকাউন্ট না থাকার কারণে আপনি শুধু আপনার ফোনের কন্টাক্টের সঙ্গে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত