অনলাইন ডেস্ক

০১ মে, ২০১৮ ০২:৪৮

অনলাইন গেমসের ওপর সতর্কতা জারি

দুটি অনলাইন গেমের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্কুল।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রাইমারি স্কুলগুলো সম্প্রতি রোবলক্স এবং ফোর্টনাইট গেম দুটির ওপর সতর্কতা জারি করে।

যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে রোবলক্স ও ফোর্টনাইট খুব জনপ্রিয়। তবে শিশুরা যেন কিছুতেই তত্ত্বাবধানহীন অবস্থায় এ দুটি অনলাইন গেম খেলতে না পারে তার প্রতি দৃষ্টি দিয়েছে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ।

শিশুরা কোনও কিছু বিবেচনা না করেই অনলাইনে যে কারও সঙ্গে গেম খেলতে কিংবা চ্যাট করতে পারে। যেহেতু উল্লেখিত দুটি গেমে পরস্পরের সঙ্গে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করা যায়, তাই এ বিষয়টির প্রতি অভিভাবকদের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছে স্কুলগুলো।

অবশ্য শিশুদেরকে রোবলক্স ও ফোর্টনাইট গেম থেকে দূরে সরিয়ে রাখতে বলা হয়নি। শুধু গেম খেলার সময় তাদের ওপর বাড়তি নজর রাখতে বলা হয়েছে।

এ সম্পর্কে সেন্ট কোলম্যান্স প্রাইমারি স্কুলের অধ্যক্ষ কেভিন ও’নিল বলেন, গেম দুটি শিশু ও তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে এগুলোর মাধ্যমে তারা এমন কিছু করতে পারে যা তাদের নিরাপত্তাহীনতায় ফেলবে।
সূত্র: বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত