ক্রীড়া প্রতিবেদক

০৭ মে, ২০১৮ ০২:৪৫

রিয়াল-বার্সা কেউ হারে নি

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার খেলায় কেউ হারে নি। ২-২ গোলে ড্র করেছে দুই দল।

শনিবার কাম্প নউয়ে দুই অর্ধে দুই দলের সমসংখ্যক গোলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়, তবে এম্যাচের আগেই শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা।

ম্যাচের ১০ম মিনিটে সার্জি রবের্তোর লম্বা ক্রস থেকে প্রথম স্পর্শেই বার্সাকে এগিয়ে দেন সুয়ারেস।

প্রথম গোলের পর সমতায় ফিরতে দেরি করেনি রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল আসে ম্যাচের ১৪তম মিনিটে।

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মার্সেলোকে আঘাত করে লাল কার্ড দেখেন বার্সেলোনার রবের্তো।

গোল করার সময়ে চোট পাওয়া রোনালদো বিরতির পর মাঠে নামেননি।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সুয়ারেসের পাসে বার্সাকে এগিয়ে দেন লিওনেল মেসি।

ম্যাচের ৭২তম মিনিট পর্যন্ত ২০১৫ সালের মার্চের পর ন্যু ক্যাম্পে প্রথম এল ক্লাসিকো জয়ের আভাস পাচ্ছিল বার্সেলোনা। কিন্তু মার্কো আসেনসিওর পাসে ডিবক্সের প্রান্ত থেকে রিয়ালকে সমতায় ফেরান গ্যারেথ বেল।

৩৫ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। অপরাজিত থেকে মৌসুম শেষ করার পথে আরেক ধাপ এগিয়ে গেল দলটি। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল। ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতলেতিকো মাদ্রিদ।

আপনার মন্তব্য

আলোচিত