নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৪ ০০:৪৬

বিশ্বনাথে চ্যালেঞ্জের মুখে ইলিয়াস পত্নী লুনা

ছাত্রদলের কমিটি বিরোধে ঝাড়ু মিছিল

কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রদলের নব-ঘোষিত আহবায়ক কমিটির আহবায়ককে অবাঞ্চিত, নব-ঘোষিত আহবায়ক কমিটি বাতিল নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে উপজেলা সদরে ঝাড়মিছিল সভা করেছে ছাত্রদলের একটি বড় অংশএছাড়া ৩১ সদস্যের আহবায়ক কমিটিতে অছাত্র বিবাহিতদের সংখ্যাই বেশিএরমধ্যে সদস্য আবার সন্তানের জনকও বছর ধরে আমেরিকায় থাকার পরও রাজন মিয়া ইলিয়াস আলীর নির্দেশে বহিস্কার হওয়া হওয়া জামিল আহমদ নতুন কমিটিতে স্থান পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে

দীর্ঘদিন কমিটির সংক্ষিপ্ত তালিকা দীর্ঘদিন ইলিয়াস পতœ জেলা বিএনপির সদস্য তাহসিনা রুসদীর লুনার হাতে থাকার পর গত সোমবার রাতে ঘোষণা করা হয়নতুন আহবায়ক কমিটিতে অছাত্র, বিবাহিত, প্রবাসী বহিষ্কৃতদের স্থান দেওয়ায় মাঠের রাজনীতির শুরুতেই চ্যালেঞ্জর মুখে পড়েছেন ইলিয়াস পতœ তাহসিনা রুসদীর লুনাএদিকে গতকাল মঙ্গলবার সভা থেকে নব-ঘোষিত আহবায়ক কমিটির আহবায়ক মতিউর রহমান সুমনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে

জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না স্বাক্ষরিত কমিটির দায়িত্বশীলরা হলেন- আহবায়ক মতিউর 

 রহমান সুমন, সদস্য আলাল আহমদ, আমিনুল হক, খালেদ মিয়া, শেখ ফরিদ, গিয়াস উদ্দিন, শামছুদ্দিন, তারেক আহমদ খজির, মনির উদ্দিন, শাহ আমির উদ্দিন, জিল্লুর রহমান জিলু, লিটন সিকদার, এমদাদ খাঁন, আবদুল কাইয়ুম, খয়ের মিয়া, মুশফিকুর রহমান শিপন, মানিক আহমদ, মোহাম্মদ শাহজাহান, আবদুল বাসিত, শাহেল সামাদ, সুমন আহমদ, রাজন মিয়া, আলী হোসেন, রুহেল আহমদ কালু, শিব্বির আহমদ, কামরুল ইসলাম, আমির হামজা, আবদুর রহিম, জামিল আহমদ, সাঈদ আহমদ, মোহাম্মদ আলী

নতুন কমিটিকে পকেট কমিটিহিসেবে আখ্যায়িত করে অবিলম্বে আহবায়ক কমিটি বাতিল এবং নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে ঝাড়মিছিল করে সভাপতি পদপ্রার্থী শাহ আমির উদ্দিন গ্রুপের নেতাকর্মীরাএরপূর্বে গত সোমবার রাতে একমিটি ঘোষণার প্রতিবাদে উপজেলা বিএনপির কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খালেদ মিয়া গ্রুপের নেতৃবৃন্দউভয় গ্রুপের নেতৃবৃন্দই জেলা উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের নাম উল্লেখ করে গালিগাজ করেনতবে দলীয় কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা অস্বীকার করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী খালেদ মিয়া

তৃণমূল ছাত্রদল নেতাদের অভিযোগ, আহবায়ক কমিটি বাতিল করে আবারও আহবায়ক কমিটি ঘোষণার ফলে ছাত্রদলের কার্যক্রম স্থবিরতা চলে আসবেপূর্বের কমিটিতে থাকা দুই-তৃতীয়তাংশ নেতাকর্মীই একমিটিতে স্থান পাননিফলে দলের শৃংঙ্খলা ভঙ্গ হওয়ার আশংঙ্কাই বেশি

ঝাড়মিছিল শেষে উপজেলার নতুন বাজার অটোরিকশা স্ট্যান্ডে সামনস্থ গোলচত্বর প্রাঙ্গনে সভাপতি পদপ্রার্থী শাহ আমির উদ্দিন গ্রুপের নেতাকর্মীরা এক প্রতিবাদ সভা করেশাহ আমির উদ্দিনের সভাপতিত্বে ছাত্রদল নেতা আমির আলীর পরিচালনায় সভায় মিছিলে উপস্থিত ছিলেন নব-ঘোষিত আহবায়ক কমিটিতে থাকা সদস্য আলাল মিয়া, শামছুদ্দিন, জিল্লুর রহমান জিলু, মানিক আহমদ, শাহেল সামাদ, সুমন আহমদ, আলী হোসেন, আবদুর রহিম প্রমুখসহ কমিটিতে স্থান না পাওয়া অসংখ্য ছাত্রদল নেতাকর্মী

উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহ আমির উদ্দিন বলেন, নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবির আন্দোলনকে গতিশীল করতে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে ছাত্রদল নেতা-কর্মীদেরকেযা পূর্বের চেয়ে ছোট করে ঘোষিত আহবায়ক কমিটি দ্বারা সম্ভব নয়তাছাড়া দলের ত্যাগী অধিকাংশ নেতা-কর্মীই স্থান পাননি একমিটিতেশীঘ্রই একমিটি বাতিল করে পূর্ণ্যাঙ্গ কমিটি ঘোষণা তৃণমূল ছাত্রদলের প্রাণের দাবি

এব্যাপারে ইলিয়াস পতœ জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবেকারও ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী কোন কমিটিতে ঘোষণা করা হবেনা

আপনার মন্তব্য

আলোচিত