
২২ মে, ২০২৩ ১৮:৩৫
যুক্তরাজ্যের অনারারি এল্ডারম্যান অ্যাওয়ার্ড পেলেন লন্ডনের ক্রয়েডেন কাউন্সিলের প্রাক্তন কাউন্সিলর ও ডেপুটি মেয়র মরহুম বাদশা কাদির।
ক্রয়েডনে কমিউনিটি কাজের জন্য তাকে এ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
গত বুধবার কাউন্সিল চেম্বার ক্রয়েডনে বাদশা কাদিরের পক্ষে তার পুত্র লন্ডনের ব্যবসায়ী আরিব আজমাইন কাদির এই অনারারি এল্ডারম্যান অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
গত বছরের সেপ্টেম্বরে বাদশা কাদির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দেশের বাড়ি সিলেট শহরের বারুতখানায়।
আপনার মন্তব্য