এনায়েত হোসেন সোহেল,প্যারিস, ফ্রান্স থেকে

০৯ মার্চ, ২০১৬ ১৭:৩০

নারী দিবসে ইউনেস্কোতে বাংলাদেশী শিল্পীদের চিত্র প্রদর্শনী

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কোতে ১০দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

৮ ফেব্রুয়ারি মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইউনেস্কো ডিরেক্টিস জেনারেল ইরিনা বাকুবা।এ বছর প্রতিপাদ্য বিষয় ছিল সাসটেনেবল ডেভেলপমেন্ট উইমেন ভূমিকা।চিত্র প্রদর্শনীতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নীপা ও মোহাম্মদ ইকবাল। প্রদর্শনীতে তাদের কয়েকটি শিল্প কর্ম স্থান পেয়েছে।

চিত্র প্রদর্শনীর উদ্ভোধনী বক্তব্যে  ইউনেস্কো ডিরেক্টিস জেনারেল ইরিনা বাকুবা  নারীর অর্জন, নারীর সম অধিকার ও  অগ্রগতির নিশ্চয়তা প্রদানে  ইউনেস্কোর ধারাবাহিক সহায়তা তুলে ধরেন। সেই সাথে তিনি
বাংলাদেশে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও  ইউনেস্কোর স্থায়ী বাংলাদেশ প্রতিনিধি এম শহিদুল ইসলাম বিশ্বের বিভিন্ন দেশের  রাষ্ট্রদূত ও কূটনীতিবিদদের সাথে  বাংলাদেশের শিল্পিদ্বয়কে পরিচিত করে দেন ও নারীদের উন্নয়নে বাংলাদেশ সরকারের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।

এবারের এ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও আরমেনিয়া ,বাহরাইন,কিউবা,ডমিনিকান রিপাবলিক, টগো, তুরস্ক এবং ইউক্রেনের চিত্র শিল্পীরা অংশগ্রহণ করে।

আগামী ১৮ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণের জন্য প্রদর্শনী খোলা থাকবে।  

আপনার মন্তব্য

আলোচিত