নিউজ ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৫ ০১:৩৮

বাঙালীরা প্রবাসে দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরছেন -শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রবাসে বাঙালীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখার পাশাপাশি দেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে এদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। আমাদের যে গৌরবজ্জ্বল অতীত রয়েছে তা বিশ্বদরবারে তুলে ধরছেন। তারা প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার শেষ নেই। তাই তাদের বিভিন্ন প্রকাশনার মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরছেন। 

গত বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি কুয়েতস্থ জালালাবাদ সমাজ কল্যাণ সমিতির(জালালাবাদ এসোসিয়েশন) প্রকাশিত সুভেনীর জালালাবাদ দর্পন তার কাছে তুলে দেয়ার সময় তিনি একথাগুলো বলেন। সুভেনীর তুলে দেন সংস্থার সভাপতি আব্দুল হাই মামুন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ  সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন প্রমুখ

আপনার মন্তব্য

আলোচিত