সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০২০ ০২:০০

বাংলাদেশের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে রোববার টরন্টোয় মানববন্ধন

টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরা দেশ থেকে টাকা পাচারকারী দুর্নীতিবাজদের কানাডায় বসতি গড়ার প্রতিবাদে আবারও মানববন্ধন ডেকেছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত টরন্টোর ডেনফোর্থ অ্যাভিনিউ ও এলডন অ্যাভিনিউয়ের ইন্টারসেকশনে (নিশীথা ফার্ম ফ্রেশের বিপরীতে) এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টাকা পাচারকারী লুটেরাদের বিরুদ্ধে টরন্টোপ্রবাসীদের সামাজিক আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচি পালিত হচ্ছে।

দলমত-নির্বিশেষে সব প্রবাসীকে এই মানববন্ধনে যোগ দিয়ে টাকা পাচারকারী ও লুটেরাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে জোরদার করার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দৈনিক দেশ রূপান্তরে ‘৩০০ কোটি টাকা মেরে কানাডায়’ শীর্ষক সংবাদ প্রকাশের পর এ বিষয়ে কানাডা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই ঘটনার প্রতিবাদে গত ২৪ জানুয়ারি ‘রুখো লুটেরা বাঁচাও স্বদেশ’ শীর্ষক অনুষ্ঠানে গানে, কবিতায় প্রতিবাদ জানান কানাডা প্রবাসী বাংলাদেশিরা।

আপনার মন্তব্য

আলোচিত