সিলেটটুডে ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৬ ২১:৪১

সিলেটে শুরু হলো ৯ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যেগে এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সোমবার নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধন হলো ৪ দিনব্যাপী ৯ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সিলেটের প্রধান সমন্বয়ক স্থপতি রাজন দাশের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ এমিরেটাস প্রফেসর মো. আবদুল আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে এবং সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

মাঙ্গলিক উদ্বোধন ও আলোচনা পর্ব শেষে প্রদর্শিত হয় বাংলাদেশ, সুইজারল্যান্ড, ভারত, ক্রোয়েশিয়া, ইরান ও গ্রীস এই ৬টি দেশের নির্মিত শিশু বিষয়ক চলচ্চিত্র। ৪ দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিন বিকাল ৩টা, ৪:৩০টা এবং সন্ধ্যা ৬টায় বিশ্বের ৪০টি দেশের প্রায় ১৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনী শিশুদের জন্যে উন্মুক্ত রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত