নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০১৬ ১৫:১৪

মে দিবসে নগরনাট-এর ‘মুক্তির দাবীতে মিলুক প্রাণ’

মহান মে দিবস স্মরণে নগরনাট আয়োজন করেছে 'মুক্তির দাবীতে মিলুক প্রাণ' শিরোনামে অনুষ্ঠানের।

রবিবার (১ মে) দিবসটি উপলক্ষে সিলেটের সুরমা নদীর পাড়ে আলী আমজাদের ঘড়িঘর এলাকায় দিনটি পালন করবে প্রতিশ্রুতিশীল সংগঠন নগরনাট।

রবিবার বিকেল ৩:৩০ থেকে রাত ৭ টা পর্যন্ত এই আয়োজনে নগরনাট ছাড়াও উদীচী লাক্কাতুরা চা বাগান শাখা, ছন্দ নৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল সিলেট, তারুণ্য সিলেট, থিয়েটার মুরারিচাঁদ সিলেট, থিয়েটার লিডিং সিলেট, ব্রতচারী ও বাউল আবদুর রহমানের পরিবেশনা থাকবে বলে আয়োজকদের কাছ থেকে জানা গেছে।

এবারের আয়োজনে আবৃত্তি, নৃত্য, নাটক ও গণসংগীত দিয়ে সাজানো পুরো অনুষ্ঠানে সকলের উপস্থিতি প্রত্যাশা করেছেন আয়োজকরা।

আয়োজকদের পক্ষে অরূপ বাউল বলেন, মে দিবস কেবল দিবসী পালনের বিষয় নয়, এ দিন মুক্তিপ্রত্যাশিদের। আমাদের প্রত্যাশা আমরা মে দিবসের বার্তা সকল স্তরে পৌঁছাবে, তবেই স্বার্থক হবে এ দিবস পালন।

তিনি সকল স্তরের মানুষকে তাদের স্মরণ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান।

আপনার মন্তব্য

আলোচিত