সিলেটটুডে ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:৫০

সিলেটে ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের প্রদর্শনী ৯ ও ১০ ফেব্রুয়ারি

নির্মাতা বদরুল আনাম সৌদ'র 'গহীন বালুচর' চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সিলেট চলচ্চিত্র সংসদ।

৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ ছবিটির প্রদর্শনী হবে। শুক্র ও শনিবার বেলা ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৪৫ মিনিটে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

একটি চর দখলের আধিপত্য নিয়ে ‘গহীন বালুচর’ এর কাহিনী আবর্তিত হয়েছে। এতে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা ফজুলর রহমান বাবু, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, রুনা খান, জিতু আহসান, শাহাদাৎ হোসেন। ‘গহীন বালুচর’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে আবু হুরায়রা তানভীন, নীলাঞ্জনা নীলা ও জান্নাতুল নূর মুনের।
সরকারী অনুদানপ্রাপ্ত এ ছবিটির পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এই আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট চলচ্চিত্র সংসদ। এতে সকলের একান্ত সহযোগিতা কামনা করেছেন সিলেট চলচ্চিত্র সংসদের সমন্বয়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির।

টিকেট প্রাপ্তিস্থান: সিলনেট আইটি, মানরু শপিং সিটি, ৪র্থ তলা, চৌহাট্টা, সিলেট এবং শো এর আগে হল কাউন্টারে।

আপনার মন্তব্য

আলোচিত