নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০১৮ ০১:২০

১৯ মার্চ থেকে সিলেটে শুরু হচ্ছে দুই বাংলা নাট্য উৎসব

আগামী ১৯ মার্চ থেকে সিলেটে শুরু হচ্ছে দুই বাংলা নাট্য উৎসব।  সম্মিলিত নাট্য পরিষদের এ আয়োজনে কালকতার ৪, ঢাকা ৩ ও সিলেটের ১ টি দল অংশ নেবে।  

ফাগুন দিনের ডাক, দুই বাংলার ঝড় সংলাপে আঁধার দূরে মিলাক- এই শ্লোগানে আয়োজিত সপ্তাহ্যবাপী এ উৎসব শেষ হবে ২৫ মার্চ।  

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে এই নাট্যউৎসবের লগো উন্মোচন করা হয়।   নাট্য ব্যক্তিত্ব-মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন এ লগো উন্মোচন করেন।  

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, নাট্য পরিষদের প্রথম সভাপতি অম্বরীষ দত্ত, সাবেক সভাপতি মনির হেলাল, সাবেক সভাপতি নিরঞ্জন দে, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মনির, নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সহ সভাপতি আফজাল হোসেন, সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, লগো ডিজাইনার নাট্যকর্মী অরূপ বাউল, নাট্য পরষিদের কার্যনির্বাহী সদস্য অচিন্ত দেব অমিত, তন্ময় নাথ তনুসহ বিভিন্ন নাট্য দলের নাট্যকর্মীরা। 

আপনার মন্তব্য

আলোচিত