শাবি সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০১৫ ২২:৩৫

অবশেষে শাবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অনেক জল্পনার পর অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

ডিজিটাল সিস্টেম চালুর পর এবারই সবচেয়ে বেশি সময় লেগেছে ফল প্রকাশ হতে।  মঙ্গলবার রাত ১০টায় ফল প্রকাশ করা হয়। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটের ( www.sust.edu/admission ) মাধ্যমে জানা যাবে।

তাছাড়া শিক্ষার্থীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST RESULT Admission-Roll লিখে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফল জানতে পারবেন।

শাবি সূত্রে জানা যায়, উপাচার্যবিরোধী আন্দোলনের কারণে এবার শাবির ১০৪ জন শিক্ষক ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নেননি। প্রতিবছর ভর্তি পরীক্ষার ট্যাকনিক্যাল কমিটিতে কাজ করা অনেক শিক্ষকও এবার ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নেননি। এ কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং বিকাল আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ইউনিটে এক হাজার ৪৪৮টি আসনের বিপরীতে আবেদন করেন ৪১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী।

এর মধ্যে ৮০ শতাংশের উপর শিক্ষার্থীর উপস্থিতি ছিল বলে জানায় ভর্তি কমিটি।

আপনার মন্তব্য

আলোচিত