শাবি প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০১৫ ২৩:২৭

শাবিতে দু’দিন ব্যাপী চ্যারিটি চলচ্চিত্র প্রদর্শনী ৩০ নভেম্বর থেকে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  রাজনীতি অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জুঁইয়ের  ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসা সহায়তায় চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে ৩০ নভেম্বর। শেষ হবে ১ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন  সঞ্চালন ও রাজনীতি অধ্যয়ন বিভাগ যৌথভাবে এ ফিল্ম শো’র আয়োজন করেছে।

আয়োজকরা জানান,দু’দিন ব্যাপী এই প্রদর্শনীতে  মোট চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৩০ নভেম্বর বিকাল ৩টায় Hitman Agent 47  ,সন্ধ্যা ৬টায় চতুষ্কোণ এবং ১ডিসেম্বর বিকাল ৩টায় No Escape  ,সন্ধ্যা ৬টায় Inside OuT (Animation) চলচ্চিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শিত হবে।

সঞ্চালনের সভাপতি ফরহাদ আহমেদ জানান, ইতোমধ্যে টিকেট সরবরাহের লক্ষ্যে ক্যাম্পাসের অর্জুন তলায় ট্যান্ট স্থাপন করা হয়েছে। এছাড়া প্রদর্শনীর পূর্বে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে টিকেট পাওয়া যাবে। টিকেটের মূল্য ধরা হয়েছে ৪০টাকা । চলচ্চিত্র দেখার মধ্য দিয়ে তিনি ক্যান্সারে আক্রান্ত বাবার পাশে দাঁড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মন্তব্য

আলোচিত