সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৫ ০০:০৭

এমসি কলেজ ব্যাচ-৯০’র পুনর্মিলনী ৮ জানুয়ারি

দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ এমসি কলেজের এইচএসসি ৯০তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ৮ জানুয়ারী (২০১৬) অনুষ্ঠিত হবে।শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘীরপারস্থ একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য ও জেলা বারের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট শামসুল ইসলাম এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই দিন কলেজ প্রাঙ্গনে ২৫টি মেহগনি চারা রোপন ও বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শুরু হবে। এসব অনুষ্ঠানে ব্যাচের ৩২৭ জন পরিবার এ পুর্নমিলনীতে অংশগ্রহণ করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন কলেজের প্রাক্তন ও বর্তমান প্রাজ্ঞ অধ্যক্ষ ও অধ্যাপকগণ। সন্ধ্যায় খ্যাতিমান কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির মুখপাত্র আমিরুল হোসেন খান, সদস্য সচিব ব্যবসায়ী আহমেদ জিল­ুল দারা, সিলেট জেলের জেলার মাসুদ পারভেজ মঈন, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রফেসর মো. আজাদ উদ্দিন, সিলেট টিচার্স ইনস্টিটিউটের সহকারি প্রফেসর ড. দিদার চৌধুরী, স্কয়ার হসপিটালের চিকিৎসক ডা. জুবায়ের হোসেন সুফি, মদন মোহন কলেজের শিক্ষক উজ্জল দাশ প্রমুখ।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ থেকে স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ, জাতীয় অধ্যাপক ও তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার এম এ মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রাণ সৈয়দ মনজুরুল ইসলাম, আমেরিকার বিখ্যাত পদার্থ বিজ্ঞানী মোহাম্মদ আতাউল করিম, মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের, বিখ্যাত ডন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলতাফ হোসেন, বিখ্যাত গনিতবিদ অধ্যাপক জিতেন্দ্র কুমার ভট্টাচার্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, শাহ এম এস কিবরিয়া, বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী, বিখ্যাত ইতিহাসবিদ নিহার রঞ্জন রায়, বুয়েটের প্রথম উপাচার্য এম এ রশিদ, ভূটানের রাষ্ট্রদূত যিষ্ণু রায় চৌধুরীসহ অসংখ্য প্রজ্ঞাদিপ্ত ব্যক্তিরা শিক্ষা গ্রহন করেছেন।

উল্লেখ্য, ১২৩ বছর পেরিয়ে যাওয়া কলেজটি ১৯৮২ সালে গিরীশ চন্দ্র রায় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ভারতবর্ষের শ্রেষ্ঠ কলেজ হিসেবে সুখ্যাতি লাভ করেছিলো সিলেটের এ শিক্ষা প্রতিষ্ঠানটি।

আপনার মন্তব্য

আলোচিত