
০২ ফেব্রুয়ারি , ২০২৫ ১৮:০২
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার (আইপি) বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুুিষ্ঠত হবে।
রবিবার (২ ফেব্রুয়ারি) শাবি প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মাহামুদ হাসান।
প্রোগ্রামের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. চৌধুরী আবুল আনাম রাশেদ বলেন, দুইদিনব্যাপী এ প্রোগামের শুরুর দিন সকাল সাড়ে ৭ টায় বুথ ওপেনিং করা হবে।
৭ ফেব্রুয়ারি সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে প্রোগামের উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
এইদিন দুপুরে আইপিইস্ফেয়ার কনটেক্সটে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। আইপিইস্ফেয়ার কনটেক্সটের তিনটি প্রতিযোগিতায় কেইস কম্পিটিশিন, কম্পিউটার এইডেড ড্রয়িং (ক্যাড), প্রজেক্ট ফেয়ার এ বিজয়ীদের মাঝে প্রায় আড়াই লক্ষ টাকার পুরষ্কার বিতরণ করা হবে। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের প্রোগামের সমাপ্তি হবে।
প্রোগামে আইপিই বিভাগের প্রায় আটশতাধিক গ্যাজুয়েট অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন অধ্যাপক ড. রাশেদ।
তিনি আরও বলেন, দ্বিতীয়দিন সকালে সামাজিক আড্ডা, পরিবার ও শিশুদের আনন্দঘন সময়: বিভিন্ন খেলা ও বিনোদন, অ্যালামনাই বনাম একাডেমিয়া (ক্রিকেট ও ফুটবল ম্যাচ), বিশেষ অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার বিতরণ, লাকি ড্র: র্যাফেল ড্র ও সবশেষে ওইদিন সন্ধায় উন্মুক্ত কনসার্টের মধ্য দিয়ে প্রোগামের সমাপ্তি হবে। কনসার্টে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও এভয়েড রাফা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো আবু হায়াত মিঠু, অধ্যাপক ড. আহমদ সায়েম, সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান কিবরিয়া, মো শরিফুল হক শিশির, মো সামিউল ইসলাম নাহিন ও শাবি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
আপনার মন্তব্য