ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ, ২০১৬ ১৯:৪৮

বালাগঞ্জ ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বালাগঞ্জ ডিগ্রি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) কলেজ ক্যাম্পাসে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম রেজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনের মায়া তুচ্ছ করে তিনি সকল আন্দোলনে অগ্রণি ভূমিকা পালন করে। বাঙ্গালি জাতিকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। তাঁর বলিষ্ট নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি শিক্ষার্থীদের জাতির জনকের জীবন ও কর্ম সম্পর্কে আরো বেশি করে জানার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আকরাম হোসেন, মিহির রঞ্জন তালুকদার ও বুলবুল আহমদ।

শিক্ষার্থীদের মধ্যে কামরুল ইসলাম, রাশেদ আলী, মিঠন আহমেদ, আক্তারুজ্জামান শোভন, এনাম আহমেদ, জাহাদ আহমেদ, নুরুল আলম, একরাম হোসেন, সাদিকুর রহমান, প্রিয়াংকা চক্রবর্তী, ফাহিম আহমদ, অম্পা রানী দাস, ওয়াফফা আক্তার প্রমুখ।

পরে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম দিন পালন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত