মেট্টপলিটিন বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

২৭ মার্চ, ২০১৬ ১৩:৪৮

বর্ণিল আয়োজনে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন

দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়। 

শনিবার(২৬ মার্চ)  কর্মসূচির মধ্যে ছিল প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পরিচালক (প্রশাসন) জনাব তারেক ইসলাম, সহকারী রেজিস্টার জনাব লোকমান আহমদ চৌধুরী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

উপ-উপাচার্য প্রফেসর শিব প্রসাদ সেন সকাল ৯.০০ ঘটিকায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

আলোচনায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ ও আয়োজক কমিটির সভাপতি আইন অনুষদের ডীন প্রফেসর ড. এম. রবিউল হোসেন। উপ-উপাচার্য  প্রফেসর শিব প্রসাদ সেন রাখেন সমাপণী বক্তব্য।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।  উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধক গান, নাচ, আবৃত্তি, কৌতুক, পুঁথি-পাঠ ও নাটক।  প্রত্যেকটি গানই ছিল দেশ ও দেশমাতার আপন মনের বাণী।

আপনার মন্তব্য

আলোচিত