সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৬ ১১:২৬

হলের দাবীতে জবি শিক্ষার্থীদের অনশন ধর্মঘট চলছে

নতুন হল নির্মাণ ও পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারকে হল নির্মাণের জন্য বরাদ্দ দেয়ার দাবিতে অনশন-ধর্মঘট কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল নয়টা থেকে জবির শহীদ মিনারের সামনে অনশন কর্মসূচি পালন করছেন ‌তারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এ কর্মসূচি পালন করছেন। বন্ধ রয়েছে সব ক্লাস পরীক্ষা।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে গঠিত জবির ‌‌হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম নেতৃত্বে এ অনশন কর্মসূচি শুরু করেন  তারা। তবে এখানে সাধারণ শিক্ষার্থীদের খুব বেশি দেখা যায়নি।

এ বিষয়ে জবির হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি আমরা দেব না।
 
এদিকে, সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মহাসমাবেশ করার কথা রয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর। 

চলতি মাসের শুরু থেকে একটানা ৩০ দিন ধরে নতুন হল নির্মাণ ও সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কারাগারের জায়াগায় হলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সম্প্রতি ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই নিয়ে বিভক্তির সৃষ্টি হয়, যার ফলে তাদের ওপর একাধিকবার ক্যাম্পাসে চড়াও হয় ছাত্রলীগ।

আপনার মন্তব্য

আলোচিত