শাবি প্রতিনিধি

৩১ আগস্ট, ২০১৬ ১৬:৩৫

শাবিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা নির্মাণের দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা নির্মাণের দাবিতে ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়ার কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থক একাংশ শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে প্যানেলের আহ্বায়ক অধ্যাপক ড. আখতারুল ইসলাম নেতৃত্বে এ স্মারকলিপি  দেওয়া হয়। স্মারকলিপি প্রেরণের সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক আমিনা পারভীন, দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিবার দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনার জন্য অপেক্ষা করছে। তাছাড়া ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করায় ভিসিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় স্মারকলিপিতে।

আপনার মন্তব্য

আলোচিত