শাবি প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৫

মেঘের রাজ্য সাজেক ঘুরে এলো শাবির ট্যুরিস্ট ক্লাব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ বিষয়ক একমাত্র সংগঠন 'ট্যুরিস্ট ক্লাব সাস্ট' এর উদ্যোগে ৯৪ জন ভ্রমণপিপাসু শিক্ষার্থী ঘুরে এলো মেঘে ঢাকা নয়নাভিরাম সাজেক উপত্যকা (ভ্যালি)।

শুক্রবার থেকে সোমবার (২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর) নয়নাভিরাম সাজেক ভ্যালীতে আয়োজিত এই ভ্রমণটি ছিলো সংগঠনটির ১৬ তম কার্যকরী পরিষদ এর প্রথম জাতীয় ভ্রমণ। সংগঠনটির ইতিহাসে এই প্রথম জাতীয় ভ্রমণে সর্বমোট ৯৪ জন অংশগ্রহণ করে।

ভ্রমণের আহ্বায়ক রাজর্ষি রহমান অর্ক বলেন, রিছাং ঝর্ণা, রুইলুই পাড়া, কংলাক পাড়া, মেঘ মাচাং, হাজা ছড়া ঝর্ণা, আলুটিলা সহ আমরা মোট ৬টি নয়নাভিরাম যায়গা ভ্রমণ করেছি।

সংগঠনটির সভাপতি মো. আল আমীন মোস্তফা বলেন, ১৬ তম কার্যনির্বাহী কমিটির আয়োজনে প্রথম ভ্রমণ এইটি। প্রথম ভ্রমণেই আমরা সফল। তিনি আশা প্রকাশ করেন এই কমিটির উদ্যোগে ভবিষ্যতে একটি আন্তর্জাতিক ভ্রমণ সহ বেশ কিছু জাতীয় ভ্রমণ সফলভাবে সম্পন্ন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত