রাবি প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০১৬ ২১:২৮

রাবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুব সমাজের ভূমিকাই মুখ্য’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, চারদিকে যখন ভাঙ্গনের শব্দ, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক ক্ষয়িষ্ণুতার কথা শুনি, তখন বিতার্কিকদের এ মস্তিষ্ক প্রসূত কথাগুলো সত্যিই হৃদয়ে আশা যোগায়।

বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও গোল্ড বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ইউএনডিপির সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতায় ‘স্ফুলিঙ্গ’ ও ‘বিদ্যাক্ষ’ বিতর্ক দল অংশগ্রহণ করে। এতে বিতর্ক দল ‘বিদ্যাক্ষ’ চ্যাম্পিয়ন ও ‘স্ফুলিঙ্গ’র দলনেতা তানজিমা আক্তার সেরা বক্তা নির্বাচিত হন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. মামুন আ. কাইয়ুমের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং ড. মো. হাবিবুর রহমান।

এ সময় বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত