সংবাদ বিজ্ঞপ্তি

১৪ এপ্রিল, ২০১৭ ১৯:২০

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৪-কে বরণ করে নিয়েছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয় নববর্ষবরণের আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা শিক্ষার্থীরা নববর্ষ উদযাপনে ছয়টি স্টল বসান ক্যাম্পাসে। স্টলের নামগুলোতেও ছিল বাঙালিয়ানার ছাপ। ছয়টি স্টলের মধ্যে সেরা স্টল হিসেবে পুরস্কৃত হয়েছে ‘হালখাতা’। দ্বিতীয় সেরা স্টলের মর্যাদা পেয়েছে ‘বাঙালিয়ানা’।

আজ শুক্রবার পয়লা বৈশাখ উদযাপনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উন্মুক্ত মঞ্চে গান, নাচ, কবিতা পাঠ, পুঁথি পাঠ, বৃষ্টিবন্দনা প্রভৃতি মিলিয়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোমুগ্ধকর এ অনুষ্ঠান উপভোগ করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোহম্মদ জামাল উদ্দিন প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত