সিলেটটুডে ডেস্ক

১৪ এপ্রিল, ২০১৭ ২২:২৮

সিলেট ইন্টারন্যাশল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৪২৪ বাংলাকে বরণ করে নিল। সকাল ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাড়ে ১১ টায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রার প্রধান আকর্ষন ছিল প্রাচীন বাংলার যোগযোগের অন্যতম বাহন ঘোড়ার গাড়ি। হাতির উপস্থিতি মঙ্গল শোভাযাত্রা আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়। শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা বিভিন্ন রঙিন সাজে সজ্জিত হয়ে বাঙ্গালীর প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিস যেমন কোলা, ডালা, লাঈল জোয়াল, পোলো, মাথাল, পাখা এবং বাঙালী সংস্কৃতির সাথে অতপ্রোত ভাবে জড়িত একতারা, দোতারা, ঢোল, তবলা, বাশিঁ সহ মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহন করে। শতবছরের আবেদনময়ী বাংলা বিভিন্ন গান প্রত্যেকের কন্ঠে শোভা পায়।

মঙ্গল শোভাযাত্রা পূর্ববতী সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সামছি বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফরিদা বেগম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শাহারিয়ায় রবিনের স্ত্রী সীমা বেগম।

আরও উপস্থিত ছিলেন নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অত্র বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, নববর্ষ উপযাপন কমিটির সদস্য সচিব প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, রেজিস্ট্রার নুসরত আফজা চৌধুরী, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, আইন বিভাগের বিভাগীয় প্রধান ও মঙ্গল শোভাযাত্রা উপকমিটির আহ্বয়াক মো: হুমায়ুন কবির, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, সিএসই বিভাগের বিভাগীয়  প্রধান খালেদ হোসাইন। তারপর তাদের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়।

বিকাল ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরতেই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠিতটি শুরু হয়। এরপর একে একে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন সংঙ্গীত পরিবেশন করে। তারপর ক্রমান্বয়ে সংগীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী পপি কর, সিলেটের কৃতি শিল্পী দোলা বড়–য়া, বাংলাদেশ আইডলের শিল্পী ইমন, চ্যানেল আই এর ক্ষুদে গান রাজ এর কৃতি শিল্পী পাওয়াল ভয়েজ বিপ্রেশ দাশ, সহ প্রমুখ। এসময় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের সাথে স্বস্ত্রীক বসে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শ্রী বিজিত চৌধুরী। অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতায় ছিলেন তারেক উদ্দিন তাজ, আবেদ আবেদিন, সুবিনয় আচার্য্য এবং অপু চক্রবর্ত্তী।

আপনার মন্তব্য

আলোচিত