শাবি প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০১৭ ২০:১৪

হাওরে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বানে শাবিতে মানববন্ধন

হাওর অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও বেড়ি বাঁধের স্থায়ী সমাধানের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ‘সুনামগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন’ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওর বাঁচলে কৃষক বাঁচবে। আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দিয়ে তাদের পরিবারের ক্ষতি কাটিয়ে উঠার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।

মানববন্ধনের উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাকির খান, সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমেদ, সাধারণ সম্পাদক কয়েস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নিউটন চন্দ্র দাশ, তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত সরকার, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন মোস্তাকিম আহমেদ মোস্তাক, মো. শাহীন আলম,আলী আজম প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত