শাবি প্রতিনিধি

০৮ জুন, ২০১৭ ১৬:১৭

সড়ক দুর্ঘটনায় শাবির নৃবিজ্ঞান বিভাগের প্রধান আহত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজে তাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

পরে আহত শিক্ষক মাজহারুল ইসলামকে উদ্ধার করে নরসিংদী সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শংকামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সাবেরা আক্তার।

সাবেরা বলেন, সকালে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরব ব্রিজে তিনি দুর্ঘটনার শিকার হন। ভৈরব ব্রিজের টোল প্লাজা পার হওয়ার পর মাজহারকে বহনকারী টয়োটা করোলা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিরাপত্তা রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাজহার মাথা, পাজর ও হাতে আঘাত পান। তার ড্রাইভারও পায়ে আঘাত পেয়েছেন।

ঘটনার পরপরই তাদেরকে দ্রুত নরসিংদী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে দু'জনেই আশংকামুক্ত রয়েছেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত