এমসি কলেজ প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৭ ২০:৩৬

এমসি কলেজে শোক দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করেছে এমসি কলেজ পরিবার।

আজ সকাল ১০টায় বৃষ্টি বাধা উপেক্ষা করে শোক র‍্যালীর মাধ্যমে শোক দিবস পালনের কার্যক্রম শুরু হয়। কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এমসি কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ সহ শিক্ষকবৃন্দ।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কলেজ রোভার গ্রুপ, বিএনসিসি গ্রুপ, হবিগঞ্জ জেলা ছাত্র সমন্বয় পরিষদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় কলেজ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর জীবনী ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল কুদ্দুছ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত