রাবি প্রতিনিধি

১৭ আগস্ট, ২০১৭ ২৩:২৮

রাবিতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা বৃদ্ধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

তবে ছাত্রলীগের দাবি, নাশকতা সৃষ্টির লক্ষ্যে শিবির এই বিস্ফোরণ ঘটিয়েছে। শিবিরের অপতৎপরতা রুখতে ক্যাম্পাসে ও বিভিন্ন হলে বিক্ষোভ মিছিল করেছে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সম্পর্কে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, শিবির যদি সংগঠিত হয়ে হামলা চালায় তাহলে ছাত্রলীগ তার সমুচিত জবাব দিবে। এজন্যই ছাত্রলীগ সংগঠিত হয়ে সবসময় তৎপর থাকছে।’

এদিকে সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন হল ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ কাজলা ও বিনোদপুর ফটকে এবং হল ফটকে শিক্ষার্থীদের আইডি কার্ডও এসময় চেক করা হয়।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লুৎফর রহমান  বলেন, রুয়েটে ছাত্রশিবিরকর্মীরা হামলা চালিয়েছে। এ কারণে এ ক্যাম্পাসেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

হলের পাশে ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি হবিবুর রহমান হলের পাশে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে কে এটা করেছে, সে বিষয়ে এখন কিছু বলতে পারছি না।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘সন্ধ্যা থেকে নিরাপত্তা বৃদ্ধির জন্য বিনোদপুর ও কাজলা গেটে কার্ড চেক করা হয়েছে। পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।’

ককটেল বিস্ফোরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সম্পর্কে কোন তথ্য জানা নেই। নিরাপত্তাব্যবস্থা ঠিক রাখতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত