সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৭ ১৬:২২

লিডিং ইউনিভার্সিটিতে কোয়ালিটি সার্ভিসেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “Etiquettes, Manners and Quality Services”   বিষয়ক এক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস রাগীবনগরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী  এবং বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এর ডিরেক্টর মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মাইন্ড বোস্ট, ঢাকা এর সিইও মো: রাশিদুল আলম মোল্লা। এতে আরও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এর এডিশনাল ডিরেক্টর আর্কিটেক্ট রাজন দাশ। কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন দপ্তর এবং শাখার কর্মকর্তা ও অফিস সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী বলেন, আমাদের উন্নতি ধরে রাখতে হলে শিক্ষার্থীদেরকে গুরুত্ব দিয়ে কোয়ালিটি সার্ভিস দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন একটি সুন্দর পরিবেশে পড়াশুনা করতে পারে সে বিষয়ে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে আরও দায়িত্বশীল হতে হবে।

রিসোর্স পারসন মো: রাশিদুল আলম মোল্লা এ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে কিভাবে সার্ভিস উন্নত করা যায় তা সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন এবং তাতে অংশগ্রহণকারীরাও তাদের মতামত ব্যক্ত করেন।  

আপনার মন্তব্য

আলোচিত