এমসি কলেজ প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০৩:৫৯

এমসি কলেজে ‘রোভার সহচর’ পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা প্রাপ্ত রোভারদের ‘রোভার সহচর’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় পদার্থবিজ্ঞান বিভাগে দীক্ষা প্রাপ্ত রোভারদের ৭০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরপর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কাউট ডেনের সামনে নয়টি বোর্ডে ৯০ নম্বরের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা ও সমাজের উন্নয়নমূলক কাজে অংশ নেয়ার ব্রত নিয়ে পথচলা এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের 'রোভার সহচর' লিখিত ও মৌখিক পরীক্ষায় ত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকালে 'রোভার সহচর'দের পরীক্ষার হল পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। এ সময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল খালেক, শাহনাজ বেগম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট লিডার ফৌজিয়া আজিজ, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার আব্দুল বাসিত।

উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট নিয়াজ মুর্শেদ, শামসুল ইসলাম শামীম, কায়কোবাদ আলী নুর, তাহমিদুর রহমান সাবেক রোভার মেট শ্যামল কান্তি দাস, শিমন মিয়া ও বর্তমান ক্রু-কাউন্সিল সভাপতি ও সিনিয়র রোভার মেট আশরাফুল ইসলাম।

মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় তত্ত্বাবধান করেন রোভার স্কাউট লিডার ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত