রাবি প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০১৭ ২০:৩০

রাবি ভর্তি পরীক্ষা: বহিষ্কার ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দু’জনের রোল মিলে যাওয়ায় এবং এক জনের সঙ্গে মোবাইল ফোন থাকার অভিযোগে তিন জনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৩ অক্টোবর) ব্যবসায় অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষা  চলাকালে দ্বিতীয় ও চতুর্থ বিজ্ঞান ভবন থেকে তাদেরকে বহিষ্কার করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

প্রক্টর বলেন, ‘ বি-ইউনিটের পরীক্ষা চলাকালে তিন জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাইফুল ইসলাম (বি-১৮১৬১) ও রাশেদ আলী (বি-১৮১৬৭) পরীক্ষার খাতায় একই রোল পূরণ করে। এজন্য শিক্ষকদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। তাদের দুজনেরই বাড়ি পাবনা জেলায় বলে জানান প্রক্টর।

এছাড়া পরীক্ষার চলাকালে নাজমুল হকের সঙ্গে মোবাইল ফোন থাকার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরো জানান, ‘ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে তাদেরকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।’

এর আগে রোববার ‘ই’ ইউনিটের পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের দুজনের বাড়ি পাবনায় বলে জানান প্রক্টর।

এছাড়া পরীক্ষার চলাকালে নাজমুল হকের সঙ্গে মোবাইল থাকা কারণে বহিষ্কার করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরো জানান, ‘ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে তাদেরকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’

এর আগে রোববার ‘ই’ ইউনিটের পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার মন্তব্য

আলোচিত