নিউজ ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ২০:০৮

পরীক্ষাসূচি পেছানোর দাবীতে মদনমোহন কলেজে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ সেশনের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৫ জানুয়ারি) মদনমোহন কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মদনমোহন কলেজের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার পর ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচী প্রকাশের জন্য আহবান জানান শিক্ষার্থীরা। শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রুদ্র প্রতাপ রাজ (রুবেল), মনসুর, নন্দন, জামী, জাকির, পিটু, অজয়, নাসিম, জনি, ফয়সল, সাগর, মিতালী, শাওন, পান্না, সুরঞ্জনা, রিমা, রাসেল, শাহাদাৎ প্রমুখ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য যে, গত ১ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের ওয়েব সাইটে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচী ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই পরীক্ষা।

আপনার মন্তব্য

আলোচিত