রাবি প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:৪৭

রাবি ছাত্রলীগে ‘বহিষ্কার নাটক’

ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের একবার বহিষ্কার করা হচ্ছে। আবার কয়েকমাস পরই তুলে নেওয়া হচ্ছে সেই বহিষ্কারাদেশ। এ যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে ‘বহিষ্কার নাটক’-এ পরিণত হয়েছে।

সাংবাদিক মারধর ও প্রক্সি পরীক্ষায় জড়িত থাকার দায়ে রাবি ছাত্রলীগের বর্তমান কমিটির তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদের মধ্যে গত বছরের ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের নেতাকর্মীদের বাস ভাঙচুর ঘটনার ছবি তুলতে গেলে এক সাংবাদিককে মারধর করেন ছাত্রলীগের ৭-৮ জন নেতাকর্মী। ঘটনার সঙ্গে জড়িত থাকায় এদিন সন্ধ্যায় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয় এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কাননকে স্থায়ীভাবে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

একই বছরের ১৮ জুলাই রাজশাহীর মোহনপুরে ডিগ্রি (পাশ) পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে গিয়ে আটক হন শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। ওই ঘটনায় তিনদিন পর ২১ জুলাই সাব্বির হোসেনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু রাবি ছাত্রলীগের সুপারিশে গত ১৮ নভেম্বর মো. সাব্বির হোসেন ও মাহমুদুর রহমান কাননের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

সর্বশেষ রোববার রাবি ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাংবাদিক ‘হত্যা চেষ্টা’ মামলার আসামী সাইফুল ইসলাম বিজয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘যাদেরকে বহিষ্কার করা হয়েছিল, তারা ক্ষমা চেয়েছে লিখিত স্বীকারোক্তি দেয় যে- তারা আর এধরণের কর্মকাণ্ডে জড়িত থাকবে না। এই বিষয়টি আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে জানিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ হয়তো বহিষ্কারাদেশের বিষয়টি বিবেচনা করেছেন।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসাইন শাহাজাদা বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের বহিষ্কারাদেশ অনেক দিন হয়ে গেছে। তারা শাস্তিও পেয়ে গেছে। তারা আমাদের কাছে লিখিতভাবে জানিয়েছে যে, তারা আর এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না। এজন্যই তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

বহিষ্কারের সময় বলা হয়েছিল ‘স্থায়ীভাবে বহিষ্কার’-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বহিষ্কৃত নেতাকর্মীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণে রাখি এবং পরবর্তীকালে তা বিবেচনা করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।’

আপনার মন্তব্য

আলোচিত