সিলেটটুডে ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৩১

সিকৃবিতে সাংস্কৃতিক মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক মানোন্নয়ন ও নিশ্চিতকরণের উপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে 'ওয়ার্কশপ অন কোয়ালিটি কালচার এন্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স উইদিন দ্য ইউনিভার্সিটি' শিরোনামে কর্মশালাটি শুরু হয়।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে নতুন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের চতুর্থ তলায় কর্মশালাটির আয়োজন করা হয়।

আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত