শাবিপ্রবি প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ২০:১২

শাবির অবকাঠামো উন্নয়ন বাজেট নিয়ে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী

শাবির অবকাঠামো উন্নয়ন বাজেট নিয়ে আমি নিজেই সন্তুষ্ট নই, আমি ভিসিকে অনুরোধ করব একটা মহাপরিকল্পনা তৈরি করার জন্য এবং এ অনুসারে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কার্যক্রম চলবে- বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন- আমরা জ্ঞান রপ্তানি করব, আমরা প্রযুক্তিও রপ্তানি করব। আমাদের তরুণ প্রজন্ম আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা দ্বারা দেশকে এগিয়ে এনিয়ে যাবে। সেই সাথে তরুণ প্রজন্মকে যুগের সাথে সংগতিপূর্ণ শিক্ষা অর্জন করতে হবে। শুধুমাত্র জ্ঞান অর্জন করলে হবেনা, সেই সাথে ভাল মানুষ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও সিইসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। 

আপনার মন্তব্য

আলোচিত